মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার ফুলতলায় ৭ টি রাম দা এবং একনলা একটি বিদেশী বন্দুক সহ সেলিম নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত তিনটার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ফুলতলা বাজার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি মো: জিল্লাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেলিম শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি থেকে ৭ টি ছেন দা এবং একটি বিদেশী একনলা বন্দুক উদ্ধার করে। পরে থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সেলিমের একনলা বন্দুকের কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। তার বিরুদ্ধে থানায় অন্য কোন অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।