1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃ,ত্যু  গাজীপুরে শহীদ সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা। তারেক রহমানের নির্দেশে দেশগড়ার সংগ্রামে যুবদলকে প্রস্তুত থাকতে হবে নঈম উল্লাহ চৌধুরী বরাত খাল দখল করে পুকুর তৈরি টিপির বিলে ৮ গ্রামের কৃষকের ৩০০০ বিঘা ফসল বিনষ্ট বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা ।

দেশপ্রেমের কবিতার বই “লাল জুলাইয়ের প্রেম”

আলমগীর কবীর হৃদয় 
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আলমগীর কবীর হৃদয় 

 

কবিতা

কবিতা দিয়েও কবিতা লেখা যায়,এই কথাটি তখনই সত্যি মনে হবে যখন আপনি ড.মাহফুজুর রহমান আখন্দ এর ত্রিকোণ কবিতার বই “লাল জুলাইয়ের প্রেম” বইটি পাঠ করবেন।

বইটির প্রকাশক পরিলেখ প্রকাশনী, প্রথম প্রকাশ অমর একুশে বইমেলা ২০২৫ বইটির মূল্য ১৫০ টাকা। ড.হীরা সোবহান এর দৃষ্টিনন্দন প্রচ্ছদ যে কোন বইপ্রেমির মনকাড়বে,লাল জুলাইয়ের প্রেম বইটি উৎসর্গ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ,মুগ্ধ, আলী রায়হান সহ জুলাই বিপ্লবের সীমাহীন চেতনা-আকাশ। যেটা বইটিকে ইতিহাসের অংশ করে ফেলেছে।

বাংলাদেশের মানুষ যখন সীমাহীন অত্যাচারে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল গুম খুনের কাছে অসহায় হয়ে পড়েছিলো,স্বাধীনতা হারিয়ে ফেলেছিলো স্বাধীন বাংলাদেশে, ঠিক তখনই ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিষ্ট শাসনের দাসত্ব থেকে মুক্তি পেতে ফুঁসে ওঠে, আরেকটা যুদ্ধের জন্য জীবন কে তুচ্ছ ভেবে ঝাপিয়ে পড়ে সরকার পতনের আন্দোলনে, সে আন্দোলন ছিল দূর্বার অসীম সাহসীকতার রংপুরে পুলিশের গুলির সামনে দু-হাত প্রসারিত করে আবু সাঈদ শহীদ হয়ে প্রতিবাদের আগুন লাগিয়ে দেয় সমস্ত বাংলাদেশে এই আন্দোলনে সাহস যোগাতে তখন বাংলাদেশের লেখক সাংস্কৃতিক কর্মীরাও একাত্মতা প্রকাশ করে গান কবিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজপথে নেমে আসেন তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ড.মাহফুজুর রহমান আখন্দ তিনি একাধারে কবি,ছড়াকার,শিশুতোষ লেখক, লিমেরিক,ভ্রমণ, গবেষণা কর্ম এবং একজন দক্ষ সংগঠন একের পর এক ফ্যাসিষ্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে এবং সরকার পতনের আন্দোলনে প্রেরণা যোগানো কবিতা লিখে যায় সেই সাথে প্রকাশ করতে থাকেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সাথে থেকে আন্দোলনের নেতৃত্ব দেন, সেই রক্তাক্ত জুলাই এর লেখা ত্রিকোণ কবিতার বই টি প্রিয় লেখক ড.মাহফুজুর রহমান আখন্দ এর কাছ থেকে উপহার পাওয়ার পর যতবার বইটি পাঠ করেছি ততই মুগ্ধ হয়েছি।

সে কারনেই লাল জুলাইয়ের প্রেম বইটি নিয়ে দু’কলম লেখার চেষ্টা বইটিতে সর্বমোট ১০৮ টি কবিতা রয়েছে, সবগুলো কবিতাই তিন লাইনে সীমাবদ্ধ, সবগুলো কবিতার প্রথম লাইন শুরু ‘ক’ দিয়ে দ্বিতীয় লাইন শুরু ‘বি’ দিয়ে এবং তৃতীয় বা শেষ লাইন শুরু ‘তা’ দিয়ে।

যার অর্থ দাড়ায় কবিতার তিন লাইনের প্রথম অক্ষর মেলালে হবে ক-বি-তা কবিতা বিষয়টি যে কোন লেখকের কাছে কষ্টসাধ্য হলেও সব্যসাচি লেখক ড.মাহফুজুর রহমান আখন্দ সেটি খুব অনায়াসেই সাধ্য করে দেখিয়েছেন, যেটা যে কোন পাঠককে এই কবিতার বইটিকে পাঠ করতে উৎসাহিত করবে।

পাঠকের জন্য, কবিতা –

কতটা আড়ালে লুকাতে পারবে আখন্দ

বিধাতার দৃষ্টিতে আড়াল বলে কিছু নেই

তাকিয়েই আছেন তিনি সুক্ষ্ম গন্তব্য সুরে।

অথবা

কয়লা থেকে ময়লা কালো সরবে না

বিপ্লবীরাও রাস্তা থেকে ইঞ্চি-বিঘত নড়বে না

তারকাটাতে যতই মারো ভয়-ভীতি কেউ করবে না।

আরো একটি কবিতা পাঠকের জন্য

কষ্টনীলে গড়ছো স্বদেশ বীর শহীদি মন

বিশ্বজুড়ে উঠলো হেসে লাল জুলাইয়ের প্রেম

তাইতো আমি দিচ্ছি মেলে হৃদয় সবুজ বন।

সবশেষে এতটুকু বলবো লাল জুলাইয়ের প্রেম বইটি নিয়ে লিখলে আরো অনেক লেখা যায়, এটি নিখাঁদ একটি দেশপ্রেমের ত্রিকোণ কবিতার বই লাল জুলাইয়ের প্রেম বইটি পাঠক প্রিয়তা অর্জনে একটি সমৃদ্ধ বই হিসাবে প্রকাশ হয়েছে।

(বই আলোচনা, আলোচক কবি,গীতিকার সাংবাদিক সংগঠক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট