1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র পক্ষে জনমত গঠনে কাজ করছেন সাবেক এমপি আলহাজ্ব মোঃ উমর ফারুক নওগাঁয় কিশোরিকে ধ,র্ষ,নের দায়ে ১ জনের যাবজ্জীবন মানুষের জীবনে সবচেয়ে মহান, ত্যাগী ও নির্ভরযোগ্য আশ্রয় একজন বাবা বগুড়ায় স্ত্রীর বর্তমান ও সাবেক স্বামীর মধ্যে সং,ঘ,র্ষ খুরের আ,ঘা,তে গুরুতর আ,হ,ত ১ কুমারখালীসহ মংলায় সর্বদলীয় হরতাল ও বিক্ষোভ মিছিল পালিত বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। নান্দাইলে জমি দখলে অসহায় পরিবার উৎখাতের শিকার গাজপুর সদর উপজেলা বিএনপির আওতাধীন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সভা দিনাজপুরের চিরির বন্দর উপজেলার আমবাড়ী হাটের পাশে, যাত্রীবাহী বাস দু,র্ঘট,নার শিকার।

মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশুকে হ,ত্যা

মাহমুদুল হাসান আঃ কাদির বিশেষ প্রতিনিধি।‌
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসান আঃ কাদির বিশেষ প্রতিনিধি।‌

এই শিশুটির মলদ্বারে বাতাস ঢুকিয়ে আজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশুর প্রতি নিষ্ঠুরতার আবারও সাক্ষী হলো দেশ।

শিশুটির বাবারও আহামরি বয়স নয়। বড়জোর ৩০ হবে। পেশায় গাড়িচালক। মা গার্মেন্টস কর্মী। বড় ছেলে পড়াশুনায় অমনোযোগী হওয়ায় বড় ছেলে জিহাদকে একটি গ্যারেজে কাজ শেখার জন্য দিয়েছিলো। নিহত ছোট শিশুটির নাম আবু বকর সিদ্দিকী। শিশু শ্রেনীতে পড়তো।

মিরপুর-১১, বাউনিয়াবাদ, ডি ব্লক পোড়া বস্তি পেরিয়ে ‘আলহামদুলিল্লাহ বাইক সার্ভিসিং সেন্টার’। এই গ্যারেজেই বড় ভাই জিহাদ কাজ করতো।

শিশু আবু মাঝেমধ্যে এখানে স্কুল শেষে ভাইয়ের সাথেই থাকতো। বাইকে চড়ার বায়না করতো। শিশুর এই আচরণ গ্যারেজ মালিকের চোখে দুষ্টুমি লেগেছে। ব্যাস শিশুর অপরাধ এইটুকুই।

গ্যারেজের মালিক সুজন খান বড় ভাইকে পাউরুটি-চা আনার জন্য পাঠায়। আর এই ফাঁকে শিশু আবুবকরকে দুষ্টুমির শাস্তিসরূপ মলদ্বারে কর্মচারীদেরকে দিয়ে মেশিনের বাতাস প্রবেশ করায়।

ফলাফল, মূহুর্তেই শিশুটির নাক মুখ দিয়ে খাবার বেরিয়ে যায় ও পায়ুপথ দিয়ে রক্ত। হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয়।

এই ঘটনা ঘটানোর পর, হতাকারী শান্ত থাকেনি।

সমাধানের জন্য হতাকারী কৃষকদলের নেতাকে ধরেছে। তার মাধ্যমে হুমকি ধামকি দিয়েছে ক্ষতিপূরণ দিয়ে ঘটনাটি চেপে যাওয়ার জন্য।

সবশেষ তিনজনের মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে।

আপনাদের মনে আছে কীনা জানিনা, এর আগেও ২০১৫ সালে খুলনায় রাকিব (১২) এবং ২০১৬ সালে নারায়ণগঞ্জে ইয়ামিন (১৩) নামের দুই কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। ওই দুই কিশোর কারখানায় কাজ করত।

এবং ২২ সালেও গাজীপুরে একই ঘটনা ঘটে ও একজন শিশু নিহত হয়। একই বছরে আরেক নারী শ্রমিককে এভাবে আহত করা হয়েছিলো।

আমার চোখে, এতটুকু দুধের শিশুর প্রতি যারা সহিংসতা করে। এদেরকে আসলে আইনী সাজা দেওয়ার চেয়ে উপস্থিত সাজাই দেওয়া উত্তম। কারণ এসব নপুংসক মানুষ না। নরখোর। এদের বেঁচে থাকার অধিকার নাই।

প্রশাসনের কাছে অনুরোধ, এই শিশুর হতাকারী তিনজনকে ফাঁসি দেওয়ার জন্য। পাশাপাশি যে বা যারা এখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিশুর পরিবারকে হুমকি দিচ্ছে। এদেরকেও আইনের আওতায় আনা হোক।

শিশু আবু বকর সিদ্দিকীর হত্যার বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট