এ বি এম রব্বানী বাপ্পি স্টাফ রিপোর্টার
শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে ইসলামপুর রোড পর্যন্ত রাস্তার দুরাবস্থা এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে পানি, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। এতে করে চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে যায়। পথচারীদের জন্য পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাস্তায় জমে থাকা পানির কারণে দোকানপাটে ক্রেতার আনাগোনা কমে যায়, যার ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
একজন দোকানদার বলেন, “বৃষ্টি হলে ক্রেতারা আসতে পারেন না। আমাদের ব্যবসায় ভাটার টান পড়ে। দিনে দিনে ক্ষতিই হচ্ছে, লাভ তো দূরের কথা।”
এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অচিরেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে জনগণ এই ভোগান্তি থেকে মুক্তি পায়।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলা হবে।