1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কোস্টগার্ডের অ,ভিযা,নে হরিণের মাংসসহ একজন আ,ট,ক চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃ,ত্যু  গাজীপুরে শহীদ সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা। তারেক রহমানের নির্দেশে দেশগড়ার সংগ্রামে যুবদলকে প্রস্তুত থাকতে হবে নঈম উল্লাহ চৌধুরী বরাত খাল দখল করে পুকুর তৈরি টিপির বিলে ৮ গ্রামের কৃষকের ৩০০০ বিঘা ফসল বিনষ্ট বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক

গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রায় ১৪৩২ বঙ্গাদ্বকে বরণ 

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

এসো হে বৈশাখ, এসো এসো…”—এই আহ্বানে সুর, রঙ, খাবার আর প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল গোপালগঞ্জের মুকসুদপুর। সারা দেশের সাথে তাল মিলিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।

পুরনো ব্যর্থতা, গ্লানি আর দুঃখ ভুলে নতুন আশার আলোয় উদ্ভাসিত হয়ে উঠল গোটা মুকসুদপুর উপজেলা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব।

উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে অংশ নেন—বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষ। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‍্যালির পূর্বে উপজেলা মিলনায়তনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম এর সঞ্চালনায় স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

নববর্ষের এই আয়োজনে ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যার মাধ্যমে ফুটে উঠেছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট