1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

গুরুদাসপুরে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর-মালামাল লুটের অভিযোগ

নাটোর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে পুর্ব বিরোধে মহসিন আলী নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকালে উপজেলার ধারাবারিষার শিধুলী বিশ^রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নয়াবাজার বিশ্বরোড এলাকায় নিজস্ব জমিতে পাকা স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী মহসিন আলী। সম্প্রতি ওই জমির সিমানা নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদ শুরু হয়। গত শুক্রবার ওই জমির সিমানা নির্ধারনের জন্য মাপ-যোগ শুরু হলেও তা অমিমাংসিত থেকে যায়। পরদিন অভিযুক্ত মুনছুর সরকার,মুকুল সরকার,মিঠুন সরকারের নেতৃত্বে অন্তত ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তোভোগী মহসিন আলী ৬ জনের নাম উল্লেখ ও আরো ১০/১২ জনের নাম অজ্ঞাত রেখে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মহসিন আলী জানান,তিনি নিজস্ব জমিতে পাকা স্থাপনা গড়ে সেখানে ২৫ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। সিমানা নির্ধারণ অমিমাংসিত থাকার পর দিন বিকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে। অপরাধীদের শাস্তি ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে মুনছুর সরকার মুঠোফোনে জানান, ব্যবসায়ী মহসিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মহসিন অতিরিক্ত জমি দখলে রেখে স্থায়ী স্থাপনা গড়েছেন। উত্তেজিত জনতা তার ব্যবসা প্রতিষ্ঠানের ফাকা একটি অংশে সামান্য ভাংচুর করেছে। তবে লুটপাটের বিষয়টি সত্য নয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিগনের মাধ্যমে সমাধান হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম সারওয়ার হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট