1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল (Strike) কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় স্ব স্ব স্কুল/মাদ্রাসা থেকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন।

মিছিল ও মানববন্ধনে মোংলা মহিলা কলেজ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে পৌর মার্কেটের সামনে পথসভা করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা ‘গাজা জ্বলছে, বিশ্ব চুপ কেন?’, ‘ফিলিস্তিনের শিশুরা, রক্ষা পাক’, ‘ইসরাইলি বর্বরতা, বন্ধ কর’সহ সংশ্লিস্ট নানা স্লোগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘গাজা ইজ ব্লিডিং’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল’, ‘ফ্রি ফিলিস্তিন’সহ নানা প্রতিবাদী স্লোগান। তারা উপজেলা পরিষদের প্রধান ফটক ও পৌর মার্কেটের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা শুধু ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করে। পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জন কর, গণহত্যার বিরুদ্ধে দাঁড়াও- এমন বার্তাও তারা তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট