মাহফুজুর রহমান সাইমন সরকার শেরপুর
আজ ০৯ এপ্রিল রোজ বুধবার সকাল ১১ টায় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৮ দফা ৮ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিউটে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এবং তারা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন শ্লোগানে কলেজ প্রাঙ্গন থেকে মিছিল বের করে শহরের নিউমার্কেট হয়ে থানারমোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ আমাদের দাবিগুলো সরকারের বিভিন্ন মহল, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা, শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জর কমিশনের চেয়ারম্যান, ডি,এ,ই এর মহাপরিচালক সকল অধ্যক্ষের কার্যালয় ও ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। তারা আমাদের দাবি সমূহকে যুক্তিক বলেছিলেন । এবং তারা আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করে নাই। যার ফলে আমরা সাধারন শিক্ষার্থীরা হতাশা গ্রস্ত ভাবে দিন কাটাচ্ছি ।শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আমাদের ভবিষ্যং ও শিক্ষাজীবন অন্ধকারের ঠেলে দিতে চাই না । কৃষি ডিপ্লোমা ছাত্রধিকার আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ অনুযায়ী আমরা আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত গত ৭/৪/২০২৫ তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি!
আমাদের ৮ দফা দাবিসমূহ:-
১/ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।
২/ উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩/কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪/কৃষি ডিপ্লোমা শিক্ষককে ডি,এ,ই এর অধিনস্হ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫ / সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬/ডিপ্লমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি চাকরির ক্ষেত্রে নূন্যতম ১০ ম গ্রেডের পে স্কেল বেতন দিতে হবে।
৭/কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
৮/ উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।