1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

অতিরিক্ত দ্বায়রা জজ আবুবকর সিদ্দিকের বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

সাতক্ষীরা জেলা অতিরিক্ত জজ ২য় আদালত এর বিচারক আবুবকর সিদ্দিকের বিচার চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে গর্ভধারিণী মায়ের সংবাদ সম্মেলন।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিচারক ছেলে আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠ করেন অসহায় মা মোসাঃ রাহিলা বেগম। লিখিত অভিযোগে বলেন, বিচারক ছেলের মা হয়ে কষ্টে বুক ফেটে যাচ্ছে, সহ্য করার একটা সিমা রয়েছে।

আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা আমার দুইটি সন্তান একজন গুলশান আরা বেগম আর একজন সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা জজ আবুবকর সিদ্দিক। আমার স্বামী গত ৮ মাস পূর্বে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। আমার ছেলে আবু বক্কর সিদ্দিক আমার কোন খোঁজ খবর রাখে না। আমার স্বামীর সকল সম্পত্তি সে ও তার সৎ বোন সালমা পারভীন অবৈধ ভাবে আত্মসাৎ করেছে। ওই মৌজার আমার এক বিঘা জমি রয়েছে। আর আমারে স্বামীর ভোগ দখলিয় এক বিঘা ভিপি সম্পতি রয়েছে। আমার স্বামীর ওই এক বিঘা জমি তার কন্যা গুলশান আরা বেগম কে মৌখিকভাবে ভোগ দখলের জন্য দিয়েছে। আমার নামে থাকা এক বিঘা জমি আমি গুলশানরাকে হেবা দলিল মূলে দিয়েছি। কিন্তু আমার ছেলে বিচারক আবুবকর সিদ্দিক দলিল চুরি করে যে কোন উপায়ে ওই জমি তার নিজ নামে দলিল করিয়ে নেয়। আমার ছেলে একজন বিচারক হয়ে সে কিভাবে ভিপি সম্পতি তার নিজের ও একজন সহকারী শিক্ষিকার নামে দলিল করে নিল। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৬-৭ বছর পূর্বে ওই জমিতে আমার মেয়ে পাচতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। আমার ছেলে বিচারক আবুবকর সিদ্দিকের নির্দেশে স্থানীয় আওয়ামী কর্মী কারিমা বেগম, খানপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রতন, সহ-সভাপতি খানপুর ইউনিয়ন আওয়ামী লীগ আলী শেখ, ওমা পারভীন, ইকবাল হাওলাদার, আল মামুন সহ ৫০ থেকে ৬০ জন সশস্ত্র সন্ত্রাসীরা নির্মানাধীন ভবনের মালামাল লুট করে নিয়ে যায়। এরা আওয়ামী লীগের নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিতে পারি নাই।

 

তিনি আরো অভিযোগ করে বলেন, গত সাত আট বছর পূর্বে আমাকে ভুল বুঝিয়ে আমার পেনশন থেকে পাওয়া বিশ লক্ষ টাকা নিয়ে আমাকে সর্বসান্ত করে দেয়। সব বিষয়ে প্রতিবাদ করলে আমাকে মারপিট করে ও বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালমন্দ করে। পক্ষে কেউ কথা বললে বিভিন্ন মামলা দেওয়ার ভয় ভীতি দেখান। লোক লজ্জার ভয়ে পেটের ছেলে এমন কর্মকাণ্ড কে প্রকাশ করতে পারিনা। আমার ছেলে বিচারক হওয়ার সুবাদে সকল প্রশাসন ও পুলিশ তার কথায় চলে বিভিন্ন অফিস থেকে অবৈধ সুবিধা নেয়। আমার মেয়ে ও আমাকে একেবারে সহ্য করতে পারছে না। আওয়োমী লীগ নেতা কারিমা বেগম ও তার স্বামী জুলফিকার আলী সহ আমাদেরকে হত্যার নির্দেশ দিয়েছে। তারা প্রায়ই আমাদেরকে হত্যার উদ্দেশ্যে দাও কুড়াল নিয়ে আসে। এই জমিতে আমার বসতঘরের একটি কুড়েঘর নির্মাণ করে মেয়ে জামাই নাতি-নাতনিদের নিয়ে আমরা বসবাস করি। সম্প্রতি কারিমা বেগম ও জুলফিকারকে দিয়ে আমার বাড়ির সামনে একটা বড় নালা কেটে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। আমার নিজের পেটের ছেলে এভাবে নির্যাতন করছে যেন মরে গেলে ভালো হতো। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্থক্ষেপ কামনা করছি। আমি ও আমার মেয়ের বাঁচার অধিকার চাই। তাছাড়া আমার অন্য ছেলেকে তার সহযোগিদের নির্যাতনের হাত থেকে বাচার আকুতি জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট