1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার 
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার 

কক্সবাজারের পেকুয়ায় থানার কম্পাউন্ডে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পেকুয়া থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৩৯)। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ার পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর ছেলে। তিনি মুঠোফোন কোম্পানি রবি’র এরিয়া ম্যানেজার বলে জানা গেছে। উক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আটক ব্যক্তির নাম শাহাব উদ্দিন (৪৫)। তিনি একই এলাকার হাজী দৌলত এর পুত্র।

আহত ব্যক্তিকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। জখম গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, টইটংয়ের পশ্চিম সোনাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ ও তার নিকট আত্মীয় শাহাব উদ্দিন গংদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে পেকুয়া থানায় আবদুল অদুদ বাদী হয়ে শাহাব উদ্দিন সহ ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ঘটনার দিন সকালে পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া দু’পক্ষকে নিয়ে থানায় বৈঠক করেন। থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্ক কক্ষে ওই বৈঠকে দু’পক্ষের সিদ্ধান্ত অমিমাংসিত থেকে যায়। এমনকি ১১ এপ্রিল পরবর্তী বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা সহ উত্তেজনা দেখা দেয়। এ সময় শাহাব উদ্দিন গং চড়াও হয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর ছেলে আবদুল মান্নান ওরফে মিশুকে মারধর করে। এক পর্যায়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয় আব্দুল মান্নান ।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় দুপক্ষের বৈঠক হয়। বৈঠক শেষ করে বের হওয়ার সময় আমার ছেলে আব্দুল মান্নান’কে অতর্কিত ভাবে হামলা করেছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে।

এ ব্যাপারে টইটং ইউপির সদস্য ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, দু’পক্ষের প্রতিনিধি হিসেবে আমি ও বৈঠকে ছিলাম। এ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে। তবে বিরোধ নিষ্পত্তি হয়নি। এক পক্ষ আরেক পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এতে মান্নান গুরুত্বর আহত হন।

পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া জানান, একটি জিডির তদন্তের জন্য দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলাম। থানার কম্পাউন্ডে তাঁরা মারামারি করছে। এতে একজন আহত হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুল আলম জানান, আবদুল মান্নানকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর নাকের আঘাত গুরুতর ছিল তাই আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট