1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

নেত্রকোনায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অতর্কিত হামলা, গুরুতর আহত ৪

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

নেত্রকোনা সদর উপজেলার বাইশদার গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হক বেপারীর ছেলে সুমন বেপারী ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে “মা” সম্বোধন করে একটি পোস্ট দেন। এ ঘটনায় একই গ্রামের মুক্তিযোদ্ধা নবী নেওয়াজ খানের ছেলে ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উক্ত পোস্টে কটূক্তিমূলক মন্তব্য করার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে শত্রুতা শুরু হয়।

ঈদের দিন (৩১ মার্চ) ঈদের নামাজ শেষে সহ-সভাপতির বাড়ির উঠোনে একদল হামলাকারী অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. আব্দুল হক বেপারী, মো. সুমন বেপারী, মো. সেলিম বেপারী ও মো. আব্দুল ওয়াহাব বেপারী। এ ছাড়া পরিবারের কয়েকজন নারী সদস্যও আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা নবী নেওয়াজ খানের চার ছেলে হায়দার খান, পারভেজ খান, রিগান খান ও গুলশান খান এছাড়াও আব্দুল মতিনের দুই ছেলে নাজমুল হক ও তাজমুল হকসহ আরও কয়েকজন।

এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট