1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক

বাঘায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাহামুদুল হাসান স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল-২৫) বিকেলে বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা উপজেলা সদরে এ কম’সূচির আয়োজন করা হয়।

বাঘা উপজেলা জামায়াতের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বাঘা উপজেলার সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা পুর্ব শিবিরের সভাপতি রুবেল আলী প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্নস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা বলেন, বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাট এবং তাদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী পরিবারের  সদস্যরা এখনো আত্মগোপনে রয়েছেন। ঈদের দিন এবং ঈদের পরদিন মঙ্গলবার পয’ন্ত  তারা নিজেদের বাড়িঘরে ফিরতে পারেনি।

পুলিশ প্রশাসনের উদ্দেশে জামায়াত নেতারা বলেন, অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। থানায় মামলা রুজু করতে হবে। আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমরা লক্ষ করছি এ ব্যাপারে পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

পুলিশ যদি হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় পুলিশ প্রশাসনকেই নিতে হবে বলে হুশিয়ারি দেন নেতারা। একই সাথে হামলাকারীদের নেতৃত্বে থাকা বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সহ সব সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট