বিশেষ প্রতিনিধি
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সুবিধাবঞ্চিত পরিবার সেই আনন্দ উপভোগের সুযোগ পায় না। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের ঈদের খাবার যেন এক দুর্লভ স্বপ্ন।
এই নিন্ম আয়ের মানুষের পাশে দাড়ালেন খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান জিসান ভাইয় । দেখে মনে হলো এ যেন মানবতার ফেরিওয়ালা। আসাদুজ্জামান জিসান ভাই এর পক্ষ থেকে ঈদ উপহার । ঈদের ১০০ টি পরিবারকে গ্রোসারি ব্যাগ প্রদান করা হয়েছে। প্রতিটি ব্যাগে ছিল – পোলাও চাল , সেমাই , চিনিও গুড়া দুধ ।
এই সহায়তা পেয়ে প্রত্যেকটি পরিবারের মুখে ফুটে উঠেছিল বাঁধভাঙা হাসি। বর্তমান বাজারে এসব প্রয়োজনীয় পণ্য কেনা যেন এক কঠিন চ্যালেঞ্জ কিন্তু ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।
ঈদ শুধু ব্যক্তিগত আনন্দ নয়, এটি ভাগাভাগি করার উৎসব। আপনার সামান্য সহযোগিতায় কেউ হয়তো হাসিমুখে ঈদ উদযাপন করতে পারবে। আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দকে সর্বস্তরে ছড়িয়ে দিই!