1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

বাগেরহাটে ছেলে ও পুত্রবধূর অত্যাচার থেকে বাঁচতে অসহায় বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

সজিব শিকদার জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি।

বাগেরহাটে বাগেরহাটে ছেলে ও পুত্রবধূর অত্যাচার থেকে বাচতে ৯০ বছর বয়সী বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অসহায় ওই বৃদ্ধা মা কানন বালা দাস। কানন বালা দাস বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামের সুনীল কুমার দাসের স্ত্রী । এ সময় কানন বালা দাসের ছেলে জগবন্ধু দাস ও মেয়ে কৃষ্ণাদাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বৃদ্ধার ছেলে জগবন্ধু দাস তার মায়ের পক্ষে লিখিত বক্তব্যে বলেন, আমার ৯০ বছর বয়সী বৃদ্ধা মাকে আমার মেঝো ভাই বাদল দাস ও স্ত্রী দিপা বালা দাস জোর পূর্বক বাড়ি থেকে বের বের করে দিয়েছে। এখন মায়ের বসত ঘর দখলের চেষ্টা, সম্পত্তি আত্মসাৎ, মানসিক ও শারীরিক নির্যাতনসহ আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

এসময় মায়ের পক্ষে লিখিত বক্তব্যে জগবন্ধু দাস আরও বলেন, ২০১০ সাল থেকে আমার ভাই বাদল দাস পরিবারের সাথে সম্পর্কচ্ছেদ করে। ২০১৬ সালে বাদল দিপা বালা দাসকে বিয়ে করে ঘরে আনলে পরিবার তাকে গ্রহণ করলেও পরবর্তীতে দিপার অসৎ আচরণ ও পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা শুরু হয়। ২০১৮ সালে বাদল ও দিপা স্থানীয় বিনয় দাসের সহযোগিতায় আমার মা কানন বালার ১৩ শতক জমির ২ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে এবং জমিতে জোর করে ঘর নির্মাণ করে।

পরবর্তীতে এই বিনয় দাসের নামেই ধর্ষন মামলা দেয় এই দিপা।

জগবন্ধু দাস আরও বলেন, দিপা দাস সুযোগ বুঝে নিজের প্রয়োজনে সাধারন মানুষের সাথে সখ্যতা করে তোলে একপর্যায়ে যে কোন অজুহাতে তাকে ব্লাগ মেইল করে। যদি কারো সাথে মতের অমিল হয় তার বিরুদ্ধে জুড়িয়ে দেয় মিথ্যা মামলা। তার মিথ্যা মামলা ও অভিযোগে আমরাসহ অনেক নিরীহ পরিবার অতিষ্ট হয়ে গেছে। এই দিপা দাস বিগত ২ বছরে বাগেরহাটে ১০টির উপর বাসা পরিবর্তন করেছে। বাগেরহাটেও পার্শ্ববর্তী মানুষের সাথে বিরোধ হওয়ায় দিপাকে নিয়ে থানায় একাধিকবার শালিশীর ঘটনাও ঘটেছে।

তিনি আরো বলেন, ২০১৫ সালে ১৬ লক্ষ টাকা খরচ করে আমার মাকে ভালোভাবে রাখবার জন্যে আমি ও আমার বড় ভাই ডাঃ বিষ্ণু দাস বসতঘর নির্মান করে দেই। তারা আমার মাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে বসবাস শুরু করে ও ঘরে থাকা স্বর্নালংকার, নগদ টাকা, ফার্নিচার বিক্রী করে প্রায় ৫লক্ষ টাকা ক্ষতি করে।

এই দিপা নিজের সম্পত্তি বলে সরকারী কমিউনিটি ক্লিনিক ৫দিন ধরে তালাবদ্ধ করে রাখে। প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদের সাথেও খারাপ ও উশৃঙ্খল আচরন করে ও হুমকি প্রদান করে জনান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃদ্ধা কানন বালা অভিযোগ করে বলেন, একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগে ছোট ছেলে জগবন্ধু দাসের চাকরি হারানোর উপক্রম হয়েছে দিপার মিথ্যা অভিযোগের কারণে। তার অত্যাচারে আমাদের পরিবার অতিষ্ট হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমি প্রশাসন, মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচার ও সহযোগীতা কামনা করেন এই বৃদ্ধা মা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট