1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
গফরগাঁওয়ে ২২ ঘন্টা পর, ২ শিশু সিফাত মৃ*ত দেহ পুকুর থেকে উ*দ্ধার। আইমান সাদাব নি**খোঁজ। বিনা বেতনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন প্রতিবন্ধি সুরুজ্জামান। রাজধানীতে ব্যবসায়িকে হত্যা ঘটনার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করবো : আইন উপদেষ্টা দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। বগুড়ায় জেলা বিএনপি অফিস ভাঙ*চুরের গুজব: দলীয় নেতাকর্মীদের অবস্থান গজারিয়ায় জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাপাহারে এসএসসি’র ফলাফলে শীর্ষে পাইলট উচ্চ বিদ্যালয় নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারন সম্পাদক পদপ্রার্থী বায়েজীদ রায়হান শাহীন । রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাতে চট্টগ্রামে বিক্ষোভ এনসিপির মানুষের মাঝে আজোও বেঁচে আছে , গীতিকার আব্দুল গফুর হালী, তার লিখা গানের সংখ্যা হাজার ছাড়িয়েছে 

বামনায় ডাকাত সন্দেহে ২ যুবক আটক, মোটরসাইকেলে আগুন। 

প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনায় গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত হয়েছে। ফলে সমগ্র উপজেলা ব্যাপী বর্তমানে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয়রা স্ব-উদ্যোগে নাগরিক পাহাড়া শুরু করেছে।

গত বুধবার(২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা মধ্য আমতলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে ডাকাত সন্দেহে আটক করে স্থানীয় লোকজন। এসময় বিক্ষুব্ধ জনগন তাদের ব্যবহৃত একটি পালসার কম্পানীর মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আটককৃত ওই দুই যুবকরা হলেন, আমতলী গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে মো. শামিম হোসেন রাকিব(২২) ও পূর্ব সফিপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. হাসান আলী(২১)।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার(২৭ মার্চ) বামনা থানা পুলিশ চুরির প্রস্তুতির অভিযোগ এনে একটি মামলা দায়েরের প্রক্রিয় সম্পন্ন করেছেন।

স্থানীয়রা জানান, মধ্যআমতলী গ্রামের শহিদুল বক্স এর একটি পরিতাক্ত ঘরের ভিতর অভিযুক্ত শামিম হোসেন রাকিব ও হাসান আলী এই দুই যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় স্থানীয় নাগরিক পাহারায় দ্বায়িত্ব প্রাপ্তরা বিষয়টি টের পেয়ে গোপনে ওই ঘরের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বামনা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে আটককৃতদের জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানাগেছে, ডাকাতির কালে ব্যবহৃত ওই দুই যুবকের একটি মটরসাইকেল বিক্ষুব্ধ জনগন আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে।

এদিকে সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ বুকাবুনিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে সঞ্জীব মিত্রের বাড়ীতে লোহার দরজার ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে লোকজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি সংগঠিত করে। এঘটনার তিন দিন পরে গত গত শুক্রবার রাতে উপজেলা ব্যাপী বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত ঢুকছে মর্মে সকলকে সতর্ক করাহয়। মোট কথা এই ঈদে সকলের মনে ডাকাতির আতঙ্ক বিরাজ করছে।

এব্যপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. হারুণ অর রশিদ হাওলাদার বলেন, আমরা ডাকাতি রোধে টহল বৃদ্ধি করেছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। আটক ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতি মামলা নিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট