1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ঈদ উপলক্ষে বেড়েছে মলম পার্টি হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার মোঃ আনিচুর রহমান। 
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনিচুর রহমান। 

ভুক্তভোগী মোঃ আসাদুল আলম (৩৮), এনআইডি নং- ৯৫৫২৫০৩০২২, পিতা-মৃত আলাউদ্দিন, সাং- খালিশা মদাতী, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।গংগাচড়া মডেল থানায় একটা অভিযোগ দায়ের করেন। আমি বিগত প্রায় ০৩ বছর পূর্ব হইতে ঘুন্টি ঘর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি।ঘটনার দিন গত।

০৭/০২/২০২৫ খ্রি. তারিখে আমার এলএলবি শেষ বর্ষের পরীক্ষা শেষে রংপুর শহরে আমার আনুসাঙ্গিক কাজ শেষে বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় বাংলাদেশ ব্যাংক মোড়স্থ অটো স্ট্যান্ড হইতে ইজিবাইকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। ১নং বিবাদী মোছা:দোলা বেগম উক্ত ইজিবাইকে উঠিয়া আমার সহিত কুশল বিনিময়ের একপর্যায়ে বিবাদী আমাকে তাহার সাথে থাকা কমলা লেবু খাওয়ার প্রস্তাব দেয়। আমি প্রথমত অসম্মতি জ্ঞাপন করলেও পরবর্তীতে বর্ণিত ১নং বিবাদীর কথায় সরল বিশ্বাসে তাহার প্রদানকৃত কমলা খাই। ১নং বিবাদীর দেওয়া কমলা খাওয়ার পর বিমোহিত হয়ে পড়ি এবং বিবাদীগণের পূর্ব পরিকল্পনা মতো আমাকে তাহাদের শয়ন ঘরে ১নং বিবাদীসহ তালাবদ্ধ করিয়া রাখে। পরবর্তী পর্যায়ে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদী ১নং বিবাদী মোছা:দোলা বেগম এর সহিত জোর পূর্বক কু-রুচিপূর্ণ কিছু হইয়া ছবি তোলে এবং উক্ত ছবির মাধ্যমে ছবিগুলো দেখিয়ে আমার সাথে থাকা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং – এর নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা না দিলে ভাইরাল করিয়ে দেওয়ার ভয় দেখায়। আমি বিবাদীগণের কথায় রাজি না হইলে বিবাদীগণ তাহাদের বাড়িতে থাকা লাঠি দিয়া আমাকে এলোপাতারি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা ছিলা ও জখম করে। একপর্যায়ে বিবাদীগণ তাহাদের বাড়িতে থাকা ধারালো ছোড়া দিয়া হত্যার উদ্দেশ্যে আমার গলায় ধরিয়া পুনরায় টাকা বাহির করিতে বলিলে আমি প্রাণ ভয়ে বিবাদীগণকে সাথে থাকা নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করি। বিবাদীগণ উহাতেও ক্ষ্যান্ত না হইয়া আমার আমার মোবাইল নং- ০১৭৩৫-৮৮২৮০৫ ও ০১৮৫৮-৪৩৫৪৫০ নম্বর হইতে বিকাশ নম্বর-০১৯৭৭৫৯১৯৬৯, ০১৭৮৬৮৯৯০৮৮ ও ০১৮৭৯৩৪৮৭৪৮ এ মোট ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা, নগদ নম্বর- ০১৮৭৯৩৪৮৭৪৮ ও ০১৯৭৭৫৯১৯৬৯ এ মোট= ২৯,৯০০/- (উনত্রিশ হাজার নয়শত) টাকা এবং রকেট নম্বর- ০১৮৬১৭৩১৮৮৮৬ এ মোট= ১৯,৫০০/- (উনিশ হাজার পাঁচশত) টাকা সহ সর্বমোট । ২,১৪,৪০০/- (দুই লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা বাহির করিয়া নেয়। অতঃপর আমি বিবাদীগণের নির্যাতনে শারীরিক ভাবে অসুস্থ হইয়া পড়িলে বিবাদীগণ উক্ত তারিখে রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময় তাহাদের বাড়ি হইতে বাহির করিয়া দিলে আমি অতিকষ্টে বকশিগঞ্জে বাজারে আসিয়া পৌঁছাই। সেই সময় আশপাশ হইতে সাক্ষী ১। মোঃ জাহানুর রহমান (২৮), পিতা- মৃত আলেফ উদ্দিন, ২। মোঃ রিজু মিয়া (৪০), পিতা- মৃত শহর আলী, ৩। মোঃ সোহান মিয়া (২৫), পিতা- মোঃ লেবু মিয়া, ৪। মোঃ শিমুল মিয়া (৩৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, ৫। মোঃ আরাফাত হোসেন, সর্বসাং- বকশিগঞ্জ বাজার (বড়বিল), থানা- গংগাচড়া, জেলা- রংপুরগণ সহ স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং ঘটনার বিষয়ে শোনেন। পরবর্তীতে আমি সাক্ষীগণের সহায়তায় গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসিয়া চিকিৎসা গ্রহণ করি ঘট্টনার বিষয়ে স্থানীয় লোকজনকে জানাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।স্থানীয় কিছু লোকের মাধ্যমে তাদের নাম গুলো জানতে পারি বিবাদী ১। মোছাঃ দোলা বেগম (২৭), পিতা- অজ্ঞাত, ২। মোছাঃ শারমিন বেগম (২৩), পিতা- মোঃ মাহেদ আলী, ৩। মোছাঃ রেজিয়া বেগম (৪৫), স্বামী- মোঃ মাহেদ আলী, ৪। মো:রবিউল ৫।মো:মোনায়েম ৬।মো: বুলেট ও অজ্ঞাত আছে যাদের পরিচয় আমি বা এলাকাবাসী জানে না।গংগাচড়া মডেল থানার ওসি আল ইমরান স্যারের সঙ্গে কথা হলে তিনি জানান অতি দ্রুত তদন্ত করে তাদেরকে আইনগত ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট