মোঃ বেলাল হোসেন প্রতিনিধি।
রামগড়ে যথাযথ মর্যাদা পালিত হচ্ছে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। দিবসটিকে ঘিরে রামগড় উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৫:৫১ মিনিটে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বপ্রথম উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন শহীদদের স্মরণে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে রামগড় থানা, ফায়ার সার্ভিস, হাসপাতাল, রামগড় প্রেসক্লাব, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এবং সরকারি বেসরকারি দপ্তর, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সর্বস্তরের জনগণ শহীদদের স্মরণে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা ৩০ ঘটিকার সময় রামগড় উপজেলা মিলনায়তনে রামগড় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সংবর্ধনা জানানো হয়। বাদ জোহর নামাজের পর বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। স্বাধীনতা দিবসটিকে ঘিরে আজ হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নতমানের ইফতারি ও খাবারের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়। এমতাবস্থায় বাঙালিদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং অনেক স্থানেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের জন্য ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। আনুষ্ঠানিক ঘোষণা পাবার পর আপামর বাঙালি জনতা পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।
সেই থেকে প্রতি বছর এই দিনটি শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।