মোঃ ইলিয়াছ খান প্রতিনিধি ।
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ ইং পালিত হয়েছে।
আর বুধবার (২৬ শে মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সালথা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে পূস্পস্তবক ফোন দিয়ে সাবধান নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে সালথা থানা প্রশাসন। স্বাস্থ্য কমপ্লেক্স ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার ক্লাব, সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সালথা সরকারি কলেজ সহ বিভিন্ন সহকারী বেসরকারি প্রতিষ্ঠানের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ খোঁজখবর জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে দশটা য় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কোন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সাবেক আজাদ, সালদা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্রের বর্মন, আব্দুল ফজলুম মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, সারদা বেস্ট ক্লাবের সহ-সভাপতি শ্রদ্ধাভাজন সিনিয়র সাংবাদিক মোঃ মনির মোল্লা সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।