আসিফ খান প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানের পবিত্রতায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ ইফতার বিতরণ কর্মসূচির।
মঙ্গলবার ২৫ শে মার্চ ২০২৫ইং বিকেল ৫:৩০ মিনিটের সময় আখাউড়া সড়ক বাজারের কয়েকটি পয়েন্টে পথচারী ও অটোরিকশাচালকসহ ছিন্নমূলের মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য! মোঃ শাহাউদ্দিন আহমেদ/ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আখাউড়া। জনাব ফখরুল ইসলাম/ শিক্ষক আমেদাবাদ আলহাজ্ব শাহ আলম সরকারি উচ্চ বিদ্যালয়। জনাব হারুনুর রশিদ /ব্যবসায়ী ও সমাজসেবক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ পরিচারক জনাব মো. রবিন মিয়া সহ আরও অনেকেই।
এ সময় সংগঠনের পক্ষ হতে জনাব মো.শাহাবউদ্দিন আহমেদ বলেন,, এই কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবতার বাণী পৌঁছে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন। ভবিষ্যতেও আমরা এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাব।
শিক্ষক জনাব ফখরুল ইসলাম বলেন,, আমি সমাজের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি
আখাউড়া ব্লাড ফাউন্ডেশন বিশ্বাস করে— মানবতার সেবাই পরম ধর্ম।
ইফতার বিতরণ শেষে সংগঠনের উপস্থিত সকল সদস্যরা মিলে আখাউড়া উপজেলা মাঠে এসে একসাথে ইফতার করেন, এ সময় তাদের সাথে উপজেলার কয়েকজন সরকারি কর্মকর্তা যোগদান করেন ।