1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ মা,দ,ক কারবারি আ,ট,ক নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর, রানীর বন্দরে ড্রাম ট্রাক মোটরসাইকেলে সড়ক দু,র্ঘট,না, নি,হ,ত ১ ,আ,হ,ত ১।

নিউক্লিয়াস এনসিপি সারজিস সমন্বয়কে কিছু ইতিহাস। 

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার।

সার্জিস আলমের দাদা বাড়ীর গেট এইটা। তার দাদার নাম তরিজ উদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। তার দাদার গৃহস্থ বাড়ীটা ১ বিঘা জমির উপর তৈরী করা। টাইলস দিয়ে বাঁধানো গেট আর ১ তালা ইটের বাড়ি। টিনশেড ছাদের ৩ টা ঘরে ৬ টা রুম, মাঝে উঠোন, ১ টা বাথরুম।

সার্জিসের দাদার কৃষি জমি আছে ৩-৪ বিঘার মতন। পঞ্চগড়ের বর্ডার এলাকার জমি হিসেবে আনুমানিক সর্বমোট ১৫ লাখ টাকার সম্পত্তি আছে। যা দিয়ে এমপি ইলেকশনটা করা হয়েই যেতো।

কিন্তু বাধা হচ্ছে সার্জিসের ৩ টা চাচা ও ৩ টা ফুফু আছে। সেই হিসেবে সার্জিসের বাবা আকতারুজ্জামান সাজু সব মিলিয়ে ভাগে পাবেন ১ বিঘা সম্পত্তি, যার মূল্য হবে ৩ লাখ টাকা। সার্জিসের বাবা পেশায় একজন ব্যবসায়ী, আটওয়ারী উপজেলার বামনকুমার গ্রামে ধান-ফসল কিনে মজুত করে হাটে বিক্রি করে।

নিম্নমধ্যবিত্ত পরিবার দিনে আনে দিনে খায় গোছের আলাদা ব্যাংক ব্যালেন্স নাই।

এদিকে আবার সার্জিসের ছোট ভাই আছে একজন। তাহলে সার্জিস আলমের ভাগে বাপ-দাদার পৈতৃক সম্পত্তি গিয়ে দাঁড়ালো আধ বিঘা। যার বর্তমান মূল্য দেড় লাখ টাকা, তবে সার্জিস তার একদিনের গাড়ি শোডাউনে ৫০ টা গাড়ির ভাড়াই দিছে ৩ লাখ টাকা।

তবে যেহেতু সার্জিসের আত্মীয়স্বজন সবাই তাকে নির্বাচন করতে গাড়ি ও টাকা দিবে তাই বলা যায়, আধ বিঘা দাদার সম্পত্তির জোর নিয়েও এমপি ইলেকশন করতে পারবে।

তবে দুঃখ একটাই, সার্জিসের দাদা বাড়ির ঠিক পিছনের বাড়িতে থাকা প্রতিবেশীরা সার্জিসদের বংশের পদবী বলতে পারছে না। একজন হলে মেনে নিতাম, তাই বলে কেউ বলতে পারবে না? এমনকি ৬০ বছর বয়সী বৃদ্ধা এই বংশের নাম জানে না।

দাদার নামের শেষে উদ্দিন, বাবার নামের শেষে সাজু, আর সার্জিসের নামের শেষে আলম। এখন অব্দি এই বংশের পদবী অজানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট