হুমায়ুন কবির//নান্দাইল উপজেলা প্রতিনিধি।
রাব্বি যার বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। তার মা বাবা নেই। এতিম ছেলেটি আকুয়ায় তার খালার বাসায় থাকতো। একটি মুরগি বিক্রেতার দোকানে কাজ করতো সে। তার খালাদের সাথে পাশের বাড়ির লোকেদের ঝগড়া লাগে। ছেলেটি জানেও না। অথচ ছেলেটিকে পাশের বাড়ির লোকেরা মুরগির দোকান থেকে মিথ্যা বলে নিয়ে যায় আকুয়া বাইপাসে। সেখানে তার জিহ্বা কাটে, শরীর চামড়া ছিলে ফেলে। পেটের নানা জায়গায় ক্ষতবিক্ষত করে।
আকুয়ার সাধারণ জনগণ জানিয়েছেন যারা এই বাচ্চার সাথে এমন করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
রাব্বির সুস্থতা কামনাই সবাই।