1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

নানান আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ব্র্যাক ডে

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রতিবছরের মতো এ বছরও নানান আয়োজনের মধ্যে দিয়ে (২৩ মার্চ) রবিবার পালিত হয়েছে ৫৩ তম ব্র্যাক ডে। ১৯৭২ সালে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে স্বল্প পরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা ঘটলেও ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।

এবারের ব্র্যাক ডে এর প্রতিপাদ্য ছিল “ঘুরে দাঁড়াবার শক্তি”। ব্র্যাক ডে উপলক্ষে সকালে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টার প্রাঙ্গনে র‌্যালীর আয়োজন করা হয়। এছাড়াও ব্র্যাক ডে উপলক্ষে সিলেটের ঐতিহ্য শীতলপাটি, মনিপুরী তাঁত শিল্প, স্থানীয় কৃষকের ফলানো সবজি, হস্তশিল্প ইত্যাদি নিয়ে ব্র্যাক লার্নিং সেন্টার প্রাঙ্গনে ”আশার জয়” নামে ১০টি স্টলের মেলা বসে। এসময় অনুষ্ঠানের অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট অঞ্চলের লোকজ “টাক খেলা” অনুষ্ঠিত হয়। এই খেলায় ব্র্যাকের কর্মীরা অংশগ্রহন করেন।

দুপুরে গণনাটক দল, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাকের আয়োজনে “ঘুরে দাঁড়াবার শক্তি” নামে মঞ্চ নাটক পরিবেশিত হয়।

দুপুর ২টা ১০ মিনিটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ২৫মিনিটে অনুষ্ঠিত হয় লিডারশিপ টক। সবশেষ দুপুর ২টা ৪৫মিনিটে “স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার ২০২৫” প্রদান করা হয়।

মৌটুসী কবির, ঊর্ধ্বতন পরিচালক-পিপল,কালচার আ্যন্ড কমিউনিকেশনস্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন জিল্লুর রহমান, চেয়ারপারসন, ব্র্যাক, আসিফ সালেহ, এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাক, তামারা হাসান আবেদ, ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যাক, এন্টারপ্রাইজসহ ব্র্যাকের কর্মীরা।

এবার স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার ৯ জনকে প্রদান করা হয়।

তারা হলেন- মোহাম্মদ শামীম আজাদ, সিনিয়র ডিজাইন ম্যানেজার, আড়ং, সাবিনা ইয়াসমিন, ম্যানেজার, আড়ং, মো: আব্দুর রব, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, নুপুর আক্তার, সহকারী শাখা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স (দাবি), নীলুফা ইয়াসমিন, আঞ্চলিক ব্যবস্থাপক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, রুমা খাতুন, কর্মসূচি সংগঠক আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন, সুফিয়া আক্তার, এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইনান্স (দাবি), মোসা. সালমা জাহান, শাখা ব্যবস্থাপক, আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন, মো: রেজওয়ানুল আলম, আউটলেট ম্যানেজার, আড়ং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট