1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
এনসিপি ও বিএনপি’র পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল  যশোরের মণিরামপুরে প্রেমিকের ছু,রির আ,ঘা,তে র,ক্তা,ত প্রেমিকা   ভেঙে গেল ভারতের আত্রেয়ী নদীর বাঁধ, বাংলাদেশে বন্যার আশঙ্কা বদরগঞ্জে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরিক্ষায় ভুয়া পরিক্ষার্থী গ্রেফতার লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ঘুরিয়ে দিল তিতাস রেস্টুরেন্ট ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা   দাগনভূঞায় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ তুহিন চৌধুরী গনসংর্বধনা ও সমাবেশে জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল আনন্দ রেলি মুন্সীগঞ্জে মাঠা খেতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী 

পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীরা থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ।

মো: মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো: মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম এর শিক্ষার্থীরা থাইল্যান্ডের বিখ্যাত মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে (Mahasarakham University) আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।

মহাসারাখাম বিশ্ববিদ্যালয়টি হলো থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদটি বিশ্বব্যাপী প্রশংসিত এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণের পরিবেশ প্রদান করে।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে পবিপ্রবির ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যা দুইটি গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপ (গ্রুপ A) ১৭ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপ (গ্রুপ B) ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবে। ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে।

শিক্ষার্থীরা এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এবং এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অনুপ্রেরণা ও সহায়তাই এ আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সহায়ক হয়েছে বলে তারা জানিয়েছেন।

ইন্টার্নশিপে অংশনেয়া ফিরোজ, জহিরুল, মোস্তাফিজ, রাহাত, আফনান, ইমরান, সাজ্জাদ, রবিন ও রোকনুজ্জামানসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পথ সুগম করবে না, বরং এটি জুনিয়র শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিনিয়রদের এই অর্জন দেখেই জুনিয়ররা নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে আরো উন্নত করার জন্য উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে আরো জোরালোভাবে ধারণ করবে।”

থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করা নিঃসন্দেহে পবিপ্রবির জন্য গর্বের বিষয়। মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে, যা আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করবে। আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশে ও বিদেশে ভেটেরিনারি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট