সুন্দরগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মোঃ মমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি গাইবান্ধা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ফুটবল মাঠে ফুটবল (বালক ও বালিকা) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনের প্রধান আকর্ষণ ছিল বালক ফুটবলের ফাইনাল খেলা। নির্ধারিত সময়ে বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে পরাজিত করে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়কে। অন্যদিকে বালিকা ফুটবলে জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
ফুটবলের পাশাপাশি এবারের প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, ভলিবলসহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা করলে তারা মাদক, কুসংস্কার ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী বেলকা ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত দর্শক খেলা উপভোগ করেন এবং বিজয়ী দলকে করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করেন।