বান্দরবানের ভিজিএফ কার্ডের সুবিধা দিচ্ছে বহিরাগত এনআইডি অভিযোগ মেম্বার হুসেন এর বিরুদ্ধে
ক্রাইম রিপোর্টার
মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হুসেনের যোগসাজশে বহিরাগত এন আইডির মালিক মিনু আক্তার কে দেয়া হচ্ছে সরকারী সুবিধা ভিজিএফ কার্ডের মাসে ৩০ কেজি চাউল উত্তোলন করে সমালোচনায় তোলপাড় সরই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ গভীর উদ্বেগ জানিয়েছে স্থানীয় জনসাধারণ এছাড়াও মেম্বার হুসেন এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে মনি আক্তার বলেছেন সরকারী ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এক হাজার টাকা নিয়ে কোন ঘর দেননি মেম্বার হুসেন আরও এক জন ভুক্তভোগী হারেছ কোম্পানির কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে জানিয়েছেন হারেজ কোম্পানি
অভিযোগ সূত্রে জানা যায় অবৈধ অর্থের বিনিময়ে মিনু আক্তার এনআইডি কর্ডে স্বামীর নাম কোরবান আলী বর্তমান তৃতীয় স্বামী আব্দুল সালাম এন আইডি সূত্রে গ্ৰাম জয়নগর পূর্ব কলাউজান থানা লোহাগাড়া জেলা চট্টগ্রাম এন আইডি নং 1514743153617
স্থানীয়দের দাবি এলাকায় গরিব মানুষের কথা চিন্তা না করে বহিরাগত এন আইডি কার্ডধারী কে সরকারী সুবিধা দেয়া কে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ডের সর্বসাধারণের আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে অভিযুক্ত মেম্বার হোসেন তার বিরুদ্ধে আরও অগণিত অভিযোগ রয়েছে অনুসন্ধান চলছে
ছবি ক্যাপশন অভিযোগক্ত মেম্বার হুসেন