দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নিশিন্দারা কারবালাস্থ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ প্রশিক্ষণার্থীদের আন্দোলন ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বেলা ১২টা ২০ মিনিটে, প্রশিক্ষণার্থীরা তাদের প্রাপ্য অর্থ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। সরকারি অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে গত ১ জুলাই ২০২৫ খ্রিঃ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ পর্যন্ত তিন মাসব্যাপী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য সরকারি বরাদ্দ ছিল ৪০,০০০ টাকা। কোর্স শেষ হওয়ার পর প্রতিটি প্রশিক্ষণার্থীর থাকা-খাওয়া বাবদ খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এ বিষয়ে হিসাবের গরমিল দেখা দেয়। ফলে প্রশিক্ষণার্থীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন। পরবর্তীতে বগুড়া সদর সার্কেল অফিসার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিটাক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলা ৪টায় শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়। প্রশিক্ষণার্থীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার পর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় মোট ১২০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।