ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল সিদ্দিকুর রহমানের
মো: মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ।
ময়মনসিংহ বিভাগের, ফুলবাড়িয়া উপজেলার, ১২ নং আছিম পাটুলী ইউনিয়নের, গোপালপুর গ্রামে, নওশের ফকিরের ছেলে, সিদ্দিকুর রহমান ৬২ অদ্য দুপুর ২ ঘটিকায় বিদ্যুৎ পিষ্ট মারা যান।
সিদ্দিকুর রহমানের পরিবারের তথ্যমতে, উনার বাড়িতে সুপারি বাগানের নিকটবর্তী বিদ্যুতের লাইন সঞ্চালন ছিল। তিনি একটি বাঁশ দিয়ে সুপারি পারতে থাকেন। ভুলবশত একসময় ওই বাঁশ বিদ্যুতের তার স্পর্শ করে। মুহূর্তেই তড়িতাহত হন তিনি।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের তার থেকে তাকে উদ্ধার করে নিকটবর্তী আছিম বাজার ডাক্তার কামরুজ্জামানের ক্লিনিকে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবারসহ এলাকায় বইছে সুকের মাতম। শোকাহত পরিবারটিকে সান্তনা দিয়ে পাশে দাঁড়িয়ে আছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। একটু অসচেতনতায় প্রাণ হারলো বয়স্ক লোকটি। গ্রামের পল্লী বিদ্যুৎ সাধারণত কভার বিহীন তারের মাধ্যমেই সঞ্চালন করা হয়। যার ফলে বছরের বিভিন্ন সময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকে। উন্নত দেশগুলোর মত কভার সমৃদ্ধ বৈদ্যুতিক তারের ব্যবহার ও ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করা গেলে এ ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব হবে এমনটাই ধারণা করছেন সকলে। গ্রামের এই পল্লী বিদ্যুৎসরবরাহের ক্ষেত্রে সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা হার কমানো সম্ভব হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের এ সকল বিষয়গুলো তদারকি সাপেক্ষে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ রইল।