পঞ্চগড়ে সদর উপজেলা ১ নং অমরখানা ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ মোহন মিয়া
স্টাফ রিপোর্টার পঞ্চগড়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলার সদর উপজেলা শাখার আয়োজনে ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজির হাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,১ নং অমরখানা ইউনিয়। সাবেক চেয়ারম্যান মমিন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাজাহান খান বলেন,
“বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে শক্তিশালী করতে হলে সদস্য সংগ্রহ কার্যক্রমকে সফল করতে হবে।”
সভাপতির বক্তব্যে আবু মায়েদ সরকার মুকুট বলেন,
“আজকের এই কর্মসূচি আমাদের জন্য নতুন উদ্দীপনার উৎস। বিএনপি জনগণের দল—এ দলের শক্তি জনগণ। তাই আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করব। অমরখানা ইউনিয়ন বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকেছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।