রফিকুল ইসলাম টিটু সুনামগঞ্জ
পাইকুরাটি ও ধর্মপাশা সদর ইউনিয়নের প্রতিমাগুলোতে তুলির শেষ আঁচড়, চারপাশে রঙিন আলোর ঝলকানি। শিল্পী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষ একসঙ্গে কাজ করছেন রাতদিন।
পূজা মণ্ডপ কমিটির সদস্যরা জানিয়েছেন, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী ও শিশুদের জন্য আলাদা প্রবেশপথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়ে।আইন শৃঙ্খলার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।’আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এ বছর শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন প্রতিটি মণ্ডপে আমাদের আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক টহল ও মনিটরিং চালাচ্ছি।’
উপজেলা প্রশাসনও উৎসবের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করছে। উপজেলা কর্মকর্তা জনি রায় বলেন আমরা ইতোমধ্যেই সব মণ্ডপ পরিদর্শন করেছি। পূজার সময় স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে পূজাকে কেন্দ্র করে নারীরা নিজ হাতে তৈরি করছেন চিড়া ও ধানের খই—গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখার এই আয়োজন উৎসবকে দিয়েছে বাড়তি মাত্রা। বাজারগুলোতেও চলছে জমজমাট কেনাকাটা, নতুন পোশাক থেকে মিষ্টি—সবখানেই উৎসবের রঙ।
আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চয়তা আর স্থানীয় মানুষের উচ্ছ্বাসে এ বছরের পূজা হয়ে উঠবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর—এমনই প্রত্যাশা সবার।