তরুণ শাওনের উদ্যোগে সাইবার নিরাপত্তায় স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের….
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এর পাশাপাশি দ্রুত বাড়ছে সাইবার অপরাধ ও হয়রানি। প্রতিদিন অসংখ্য মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা ওয়েবসাইটে হ্যাকারদের টার্গেটে পড়ছেন, হারাচ্ছেন নিজের অ্যাকাউন্ট ও ডেটা।
এই পরিস্থিতিতে পটুয়াখালী জেলার এক তরুণ এগিয়ে এসেছেন মানুষকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে। তিনি হলেন মোঃ আরিফুল ইসলাম (শাওন)। মির্জাগঞ্জের সুবিদখালী ৫ নং আমরাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা শাওন বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং মাস্টার্সে অধ্যয়নরত। ২০২৩ সাল থেকে তিনি সাইবার নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেন এবং মাত্র দুই বছরের মধ্যে বহু অ্যাকাউন্ট, পেজ ও ওয়েবসাইটকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করেছেন।
শাওনের কাজের ক্ষেত্র শুধু অ্যাকাউন্ট সুরক্ষায় সীমাবদ্ধ নয়। তিনি বিভিন্ন ধরনের ডিজিটাল সমস্যার সমাধান করে থাকেন। এর মধ্যে রয়েছে—
• হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার (রিকভারি)
• ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি
• সাসপেন্ড অ্যাকাউন্ট পুনরুদ্ধার
• লক ও আনলক সমস্যার সমাধান
• হয়রানিমূলক অ্যাকাউন্ট ও কনটেন্ট রিমুভ
• পেজ ও ইউটিউব ইস্যু সমাধান
• বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন
• ওয়েবসাইট পিক্সেল ও গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ
• ডিজিটাল মার্কেটিং সাপোর্ট
শাওন জানান, এ কাজ তার কাছে শুধু একটি পেশা নয়, বরং সামাজিক দায়বদ্ধতা। “সাইবার অপরাধে যারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য,” তিনি বলেন।
তার প্রচেষ্টায় ইতিমধ্যে অনেক মানুষ তাদের হারানো অ্যাকাউন্ট ও ডিজিটাল সম্পদ ফিরে পেয়েছেন এবং নিরাপদে অনলাইনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রযুক্তি ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক।