টেকনাফে পরিবারের সঙ্গে অভিমান করে তরুণীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজলা সাবরাং ইউনিয়নের আছার বানিয়াপাড়া গ্রামে ৫ নম্বর ওয়ার্ডের পরিবারের সঙ্গে অভিমান করে শাবনূর ২০ নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সাবরাং ইউনিয়নের আছার বানিয়াপাড়া গ্রামের মৃত নুর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাবনূর ওই এলাকার মৃত নুর আহমদের তৃতীয় কন্যা।
নিহতের মেজভাই মালয়েশিয়া প্রবাসী মো. হোসেইন জানান, পরিবারের সঙ্গে অভিমান করে তার ছোটবোন শাবনূর এই পদক্ষেপ নিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, প্রাথমিভাবে জানা গেছে, শাবনূর পরিবারের সঙ্গে অভিমান করে গলার ওড়না দিয়ে ফাঁস খেয়েছে বলে দাবি করে পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়।