জামায়াতে ইসলামী থেকে দুর্গাপূজায় সিসিটিভি ও সেবা উদ্যোগ
রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশেষ প্রস্তুতি
অপু দাস, স্টাফ রিপোর্টার , রাজশাহী
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে চলছে নিরাপত্তা ও প্রস্তুতির জোরদার কার্যক্রম। পূজা চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশের হাতে ৩০টি সিসিটিভি ক্যামেরা হস্তান্তর করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বোয়ালিয়া মডেল থানায় এই ক্যামেরা হস্তান্তর করেন দলের নেতারা। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্যামেরা তুলে দেন রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
“শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। আমরা চাই, এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। কোনো দুষ্কৃতিকারী যাতে মণ্ডপে অঘটন ঘটিয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্যই সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।”
তিনি আরও জানান, দুর্গাপূজা চলাকালীন মণ্ডপগুলোতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। পাশাপাশি জামায়াতের পক্ষ থেকে থাকবে স্বাস্থ্যসেবা দল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স সুবিধা।
উপস্থিত নেতৃবৃন্দ
সিসিটিভি ক্যামেরা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর
এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী আমির, রাজশাহী মহানগর জামায়াত
অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইন, সহকারী সেক্রেটারি, রাজশাহী মহানগর জামায়াত
মো. জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সেক্রেটারি, রাজশাহী মহানগর জামায়াত
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে এবার শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজন ও শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। তবে বড় জনসমাগমের কারণে নিরাপত্তা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ অবস্থায় জামায়াতে ইসলামী কর্তৃক সিসিটিভি প্রদান এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে অনেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
স্থানীয় এক পূজার আয়োজক বলেন, “নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা সবসময়ই প্রশংসনীয়। ক্যামেরা বসানো হলে আমাদের মনেও নিশ্চয়তা তৈরি হবে।”