চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজার হাইওয়ে রোড সংলগ্ন নারীয়ার মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বিকেলে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে সৈয়দপুর কুন্দল হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের মধ্যে এক যুবকের পা মারাত্মকভাবে ভেঙে গেছে। আহতদের একজনের বাড়ি ফতেজংপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কচুয়ারপাড় গ্রামে বলে জানা গেছে। তবে বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা চলছে। তাদের স্বজনদের দ্রুত হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
👉 কেউ যদি আহতদের চিনতে পারেন তবে সৈয়দপুর কুন্দল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।