চাঁপাইনবাবগঞ্জ-২: ৩১ দফা প্রচারে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ
অভিজিত শীল, নাচোল উপজেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি (বুয়েট) ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ নতুন বাংলাদেশ বিনির্মাণে দলটির ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নিবিড় জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর, ঘোলাদিঘি, দুবইল, বিল কুঁজোইন, টমপাড়া, ডোবার মোড়, যাতাহারা বাজার এবং রহনপুর পৌরসভার খয়দাবাদসহ বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেন।
তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন মাসুদ
পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, তার বেশিরভাগই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত এই ৩১ দফাতে রয়েছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে আমরা দেশকে মেরামত করতে চাই।”
তিনি আরও মন্তব্য করেন, এই ৩১ দফা হলো “বাংলার মানুষের মুক্তির সনদ”। এই লিফলেট বিতরণের মাধ্যমে আগামীতে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে নেমেছে।” তিনি অভিযোগ করেন, “গত ১৭ বছরে কোনো আন্দোলন-সংগ্রামে না থাকা সত্ত্বেও ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে নির্বাচন বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে।” এ সময় তিনি ‘পিআর পদ্ধতির নামে’ যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, জনগণ তা গ্রহণ করেনি এবং তা প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন।
নির্ধারিত সময়ে নির্বাচনের আশাবাদ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষিত নির্বাচন নিয়ে তিনি বলেন, “ড. ইউনূস ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এদেশের জনগণ তা বাস্তবায়ন দেখতে চায়। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে, ইনশাআল্লাহ।”
তিনি জানান, একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে তারা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে এই ৩১ দফার প্রতিফলন ঘটানো হবে। ইঞ্জিনিয়ার মাসুদ আশা প্রকাশ করেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং তার দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকেই দেশ গড়া হবে। এই লক্ষ্যেই তারা গ্রামের বাজার, পাড়া-মহল্লায় জনসাধারণকে অবহিত করতে লিফলেট বিতরণ করছেন।
২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং