কালীগঞ্জে বেসরকারি হাসপাতালে মোবাইল কোড পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার মোঃমামুন মোড়ল, (গাজীপুরে)
:- ২৫ সেপ্টেম্বর কালিগঞ্জ (গাজীপুর) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি), কালীগঞ্জ, জাকিয়া সরওয়ার লিমা, এবং ডা: রেজওয়ানা রশীদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , কালীগঞ্জ,
কালীগঞ্জের পুরাতন ব্যাংকের মোড়ে মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায়
কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতাল এর লাইসেন্স নবায়ন না থাকায় এবং অপরিচ্ছন্ন ও প্রয়োজনীয় জনবল না থাকায় পরিচালক বন্যা আক্তার পিতা সিরাজুল ইসলামকে ০১ টি মামলায সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র) অর্থদন্ড দেন।
বেঞ্চ সহকারীর হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম
পাশাপাশি কালীগঞ্জের সেন্ট্রাল হসপিটালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শন করেন এবং সেখানে বিশেষ কয়েকটি অনিয়ম দেখতে পান।
তার মধ্যে তাদের বিগত কিছুদিন পূর্বে মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করে সেন্টাল হসপিটাল কে সিলগালের মাধ্যমে বন্ধ করে দেয় । এখন পর্যন্ত তাদের হাসপাতাল এর রেজিস্ট্রেশন নবায়ন সম্পূর্ণ করেনি তারপরেও হাসপাতালে কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন ।যেহেতু অল্প কিছুদিন আগে পর হাসপাতাল জরিমানা করা হয়েছে সেই কারণে আজ তাদেরকে আর জরিমানা না করে অতি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ রেজিস্ট্রেশন নবায়নের নির্দেশ দেন অন্যথায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।