ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট হ্যাক!
লক্ষ্মণ রায়
বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ে দেবিগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকদহ ইউনিয়নের ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) মিজানুর রহমান মিজান ও ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর নিরঞ্জন রায় এর ফেসবুক আইডি হ্যাক হয়েছে ।
ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর নিরঞ্জন রায় জানান, “২৩-৯-২০২৫ তারিখ মঙ্গলবার রাত ৮ টার সময় আমার অ্যাকাউন্টটি হ্যাক করে,এবং অনেকের কাছেই বিপদের কথা বলে ও টাকা পয়সা চায়।আমার এলাকার প্রতিবেশী ও ফেসবুক ফ্রেন্ড “parvej Pradhan “নামক ফেসবুক আইডিতে টাকা চাইলে, পারভেজ প্রধান ৫ হাজার টাকা ফেসবুক প্রতারকের বিকাশ নাম্বার 01343396226 তে মাধ্যমে পাঠিয়ে দেন।এই ঘটনায় আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি এবং আইনি সহায়তায় ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য দেবিগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছি।”
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন,”২৪-৯-২০২৫ ইং বুধবার সকাল ১২ টার সময় আমার ফেসবুক একাউন্ট টি হ্যাক হয়।আমার পরিচিত অনেকের কাছেই টাকা পয়সা চাইলেও কোন প্রকারের লেনদেন করেনি।একই সাথে আমিসহ আমার অফিসের দুইজনের দুইটি অ্যাকাউন্ট হ্যাক হওয়া আশ্চর্যজনক ঘটনা ও দুশ্চিন্তার বিষয়।এমতাবস্থায় আমার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হওয়া অথবা ফিরে পাওয়া খুবই জরুরী। তা না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারি। তাই সমস্যা সমাধানের জন্য দেবিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি এবং আইনিভাবে সুষ্ঠু সমাধান প্রার্থনা করছি।।