স্টাফ রিপোর্টার আনিচুর রহমান। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়,ক্রীড়াঙ্গনের দিকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সুন্দর মননশীল শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করবে কলেজ ছাত্রদলবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিহাট জেলা শাখা অন্তর্ভুক্ত উত্তরবাংলা কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ
ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করেন
নবীন শিক্ষার্থী একাদশ শ্রেণী বনাম স্নাতক ও স্নাতকোত্তর
উক্ত প্রীতি ফুটবল ম্যাচটিতে উপস্থিত ছিলেন
ক্রীড়া শিক্ষক,উত্তর বাংলা কলেজ ও লালমনিরহাট জেলা রেফারি এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এরশাদ পলাশ স্যার।
রেফারি ছিলেন মোঃ ওয়াজিদ আহমেদ সাকিল সহকারী ক্রীড়া শিক্ষক উত্তর বাংলা কলেজ।
অত্র কলেজ ছাত্রদলের সম্মানিত সভাপতি মোঃ আজাদ হোসেন (আকাশ), সিনিয়র সহ-সভাপতি মোঃ বরকত উল্লাহ সরকার, সহ-সভাপতি মোঃ ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জেমস হাসান।
উক্ত খেলায় আয়োজিত কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন অত্র কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বরকত উল্লাহ সরকার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত কলেজে ছাত্রদলের সহকর্মী মোঃ মুক্তাসির বাবু পাভেল।
প্রীতি ফুটবল ম্যাচটি একাদশ শ্রেণি ০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর ০৪ গোলের মধ্য দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর দল জয় লাভ করে এবং সুষ্ঠ ও সুন্দর ভাবে খেলাটি সম্পূর্ণ হয়।