রিয়াজুল ইসলাম, হাতিয়া
নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানুল্যাহ গ্রামে অবস্থিত হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কামরুল ইসলাম (কচি) এর বিরুদ্ধে শিক্ষক সংকট সৃষ্টি, নিয়মিত অনুপস্থিতি এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
১৯৯৪ সালে সুখচর ইউনিয়নের কৃতি সন্তান জনাব হেদায়েত হোসেন এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে অভিযোগ রয়েছে, ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম কচি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না। এর ফলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ থাকা সত্ত্বেও শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগে মাত্র একজন শিক্ষক থাকায় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে হাতিয়ার সাবেক এমপি জল দস্যু মোহাম্মদ আলীর ভাগিনা পরিচয় দিয়ে বিদ্যালয়ে দাপট দেখান এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেন। স্থানীয়রা জানান, মোঃ রনি নামে এক শিক্ষার্থীর কাছ থেকে “ ফরম ফিলাপ করাবে” বলে ১০,০০০ টাকা নিয়েছেন তিনি।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।