মোহাম্মদ হানিফ ফেনী সদর
সিভিল সার্জন কার্যালয় ফেনীর সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়।
এছাড়া উপস্থিত ছিলেন সকল উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় বৃন্দ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বৃন্দ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর আবাসিক মেডিকেল মহোদয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অফিসার মহোদয়, সকল উপজেলার মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) বৃন্দ, নার্সিং সুপারভাইজার বৃন্দ, পরিসংখ্যান বিদ বৃন্দ, এমটি ইপিআই বৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ, এনজিও প্রতিনিধি বৃন্দ।
সভায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনী সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম এর সার্বিক চিত্র পর্যালোচনার পর সেবার মান উন্নয়ন এর লক্ষ্যে মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ রেজিস্ট্রেশন এর মাত্রা বৃদ্ধির কর্মকৌশল নিয়ে মান্যবর সিভিল সার্জন মহোদয় দিকনির্দেশনা প্রদান করেন।