সর্বশেষ সৈয়দপুরের লায়ন্স শিক্ষার্থীদের সড়ক অবরোধ।
-মোহাম্মদ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী———————————-
সৈয়দপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছতা বাধাগ্রস্ত হচ্ছে চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির কারণে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।