শিবচরে দেনার দায়ে যুবকের আত্মহত্যা
এসএম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুর
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাজারে এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আমিরের মার্কেটে নিজ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রমেন মালো (৩৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে। তিনি বাজারের পাশেই মালোপাড়ায় ভাড়া বাসায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রমেন মালো এর আগে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তখন তার অবস্থা ভালো ছিল। কিন্তু চায়ের দোকান দেওয়ার পর থেকে তিনি ঋণের চাপে পড়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
পাচ্চর বাজারের ব্যবসায়ী সুজন বলেন, “আমার মনে হয় ধার-দেনার চাপেই রমেন মালো আত্মহত্যা করেছে।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।