শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক এ কে এম শহিদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “এ বছর সারাদেশে প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে।”
এ সময় তিনি পূজামণ্ডপ এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানান।
👉 নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন র্যাব পরিচালক।