*লালমনি এক্সপ্রেসের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা, অলৌকিকভাবে রক্ষা পেলেন তরুণী*
মোঃ রেজাদুল ইসলাম
জেলা স্টাফ রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধা রেলস্টেশন ছেড়ে আসার পর লালমনি এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে এক তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে গেছেন। বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ওই তরুণী হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। ঘটনাটি চোখে পড়তেই ট্রেনের চালক জরুরি ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করেন। একই সময় স্থানীয় যাত্রীরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সৌভাগ্যক্রমে গুরুতর দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পরে স্থানীয়রা আহত তরুণীকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণীর পরিচয় ও আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনার পর স্থানীয়রা বলেন, “এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা জরুরি। এক মুহূর্তের আবেগ যেন কারো জীবন কেড়ে না নেয়।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং যাত্রী ও সাধারণ মানুষকে রেললাইন সংলগ্ন এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।