মোহাম্মদ হানিফ ফেনী সদর
ফেনীর লালপোল বে’দে’পল্লীতে অ’ভিযান চালিয়েছে জেলাপ্রশাসন ও জেলা মা’দ’ক’দ্র’ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে এ অ’ভি’যান পরিচালনা করেন জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান মা’দ’ক’দ্র’ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী। জানাগেছে, বে’দে’প’ল্লী’তে মা’দ’ক সেবনকালে, চারজনকে আ’ট’ক করা হয়। ধৃতদের মা’দ’ক নিয়ন্ত্রণ আইনে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল।
সাজাপ্রা’প্তরা হলেন দাগনভূঁঞা উপজেলার মোমারিজপুর গ্রামের জয়নাল আবেদীন ছেলে জাহিদ হোসেন সাগর (২৬)ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের শেখ ফরিদের ছেলে আব্দুল মন্নান (৩৫) ফরিদপুরের পাঁচখাইচাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩২) ও বরিশালের বহিলাতলি গ্রামের দুলাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩০)।