বহলবাড়ি বিদ্যালয়কে সেমিফাইনালে হারিয়ে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জয় ।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে ১-০ গোলে পরাজিত করলো শক্তিশালী প্রতিপক্ষ বহলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়কে।
আব্দুর রহমান ( স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া )
২৪/০৯/২৫ইং বুধবার
ক্রীয়া শিক্ষক আহসান হাবিব এর নেতৃত্বে মিরপুর ইন্টার স্কুল খেলায় দুর্দান্ত এক জয় পেয়েছে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করলো শক্তিশালী প্রতিপক্ষ বহলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়কে। বিজয়সূচক একমাত্র গোলটি আসে শেষ আর্ধে মিরপুর পাইলটের প্রতিভাবান স্ট্রাইকার জিৎ কুমারের পায়ে।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে। বহলবাড়ির খেলোয়াড়রা একাধিকবার সমতায় ফেরার চেষ্টা করলেও মিরপুরের রক্ষণভাগ, বিশেষ করে গোলরক্ষক দুর্জয় তাদের সফল হতে দেয়নি।
ম্যাচ শেষে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কোচ বলেন,
ছেলেরা আজ মাঠে তাদের সেরা খেলাটা খেলেছে। এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেবে।”
শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ প্রকাশ করেন এবং খেলোয়াড়দের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
এই জয়ের মাধ্যমে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টের পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে।