বগুড় শিবগঞ্জ উপজেলা বিহার ইউনিয়নে ইজিবাইক চোর জনতার আটক।
বিশেষ প্রতিনিধি বগুড়া
আল মামুন তালুকদার
আজ দুপুরে বগুড়া শিবগঞ্জ উপজেলা বিহার ইউনিয়নের সংসার দিঘী ত্রিমহিনীতে চোরা ইজিবাইকসহ চোর নাছেরকে স্থানীয় জনগণ আটক করে রেখেছে। আটককৃত ইজিবাইক চোর নামুজা ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।