বগুড়া গাবতলীতে ঘর জামাইয়ের মৃতদেহ উদ্ধার
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার গাবতলী উপজেলায় অজ্ঞাত কারণে এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় গাবতলী মডেল থানাধীন কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের মোঃ বাসেত মিয়ার বাড়ির পূর্ব পাশে ফাঁকা জায়গায় ঘর জামাই বগুড়া শিবগঞ্জ উপজেলা টেপা গাড়ি গ্রামের মৃত জয়নাল মুন্নার পুত্র ভ্যানচালক সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত জয়নাল মোল্লা, গ্রাম-ট্যাপাগাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা গাবতলী মডেল থানায় সংবাদ দেন। ঘটনার তারিখ ও সময় অনুযায়ী ধারণা করা হচ্ছে যে, ২৩ সেপ্টেম্বর রাত ১০.০০ ঘটিকা হতে ২৪ সেপ্টেম্বর ভোর ৬.০০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ জানায়, মৃতদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অভাব এবং পারিবারিক কলহের কারণে সিরাজুল ইসলাম গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবন করে আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে গাবতলী মডেল থানার এসআই মোঃ সোহাগ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃতের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ ময়নাতদন্তের লক্ষ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।