1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
উলিপুরে আ.লীগের দোসর জয়নাল আবেদীনের প্রতারণা ও জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন টেকনাফের শাহপরীর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। ‎মেহেরপুর পৌর এলাকায় জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খানের গণসংযোগ ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল সিদ্দিকুর রহমানের রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু পঞ্চগড়ে পুত্রবধুকে মারপিট করায় জেল হাজতে শশুর-শাশুড়ি তরুণ শাওনের উদ্যোগে সাইবার নিরাপত্তায় স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের…. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথ সভা”। নাগরপুর কাশাদহ মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫ চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

নৈতিক মানুষ তৈরিই আমার লক্ষ্য: অধ্যক্ষ রাশেদুজ্জামান

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নৈতিক মানুষ তৈরিই আমার লক্ষ্য: অধ্যক্ষ রাশেদুজ্জামান

স্টাফ রিপোর্টার মোঃ মামুন মোড়ল , ( নরসিংদী)

একজন নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে একটি সমাজকে বদলে দিতে, এমনকি একটি দেশকেও।” — অবসরোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলেন পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রাশেদুজ্জামান।

শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীর চরিত্র গঠনকে অগ্রাধিকার দিয়েই দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন এই শিক্ষাবিদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে জিপিএ ফাইভের দরকার নেই, দরকার এমন শিক্ষার্থী যারা সততা, মানবিকতা ও নৈতিকতার আলোয় সমাজ ও দেশকে আলোকিত করবে।”

অনুষ্ঠানে সংবর্ধিত হন— মনোবিজ্ঞান বিভাগের মোঃ মফিজুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মোঃ মতিউর রহমান, রসায়ন বিভাগের হোসনেয়ারা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ মনির হোসেন, ইংরেজি বিভাগের মোঃ সোলায়মান আলী এবং অফিস সহায়ক জাহানারা বেগম এবং তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃক রাশেদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ জাকারিয়া মাহমুদ।

প্রধান অতিথি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, “নৈতিক শিক্ষা মানে একজন মানুষকে সহজ-সরলভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ভালো মানুষ ছাড়া পরিবার, সমাজ কিংবা দেশ এগোতে পারে না।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজ উদ্দিন ভূঁইয়া। বক্তব্য দেন মোঃ আব্দুর রশিদ, ইমদাদুল হক নিজামী, ভূঁইয়া মহিদুল ইসলাম, নাজমুননাহার শিউলী ও আসাদুল্লাহ।তারা বলেন,

২০২০ সালের জানুয়ারিতে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়ে রাশেদুজ্জামান কলেজে ব্যাপক পরিবর্তন আনেন। সরকারি বিধি মেনে শিক্ষার্থীদের টিউশন ফি ৫০০ টাকা থেকে কমিয়ে আনেন মাত্র ২০–২৫ টাকায়। চালু করেন ছাত্রকল্যাণ ফান্ড। গত বছর সেই ফান্ড থেকে ২ লাখ টাকা বিতরণ হয়েছে, যা কলেজের ইতিহাসে প্রথম।

শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা, সুবিশাল লাইব্রেরি, উপস্থিতি ব্যবস্থার ডিজিটাল মনিটরিং, অভিভাবক-শিক্ষক সমন্বিত তদারকি, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদানসহ সহপাঠ কার্যক্রম চালু করেন তিনি।

অধ্যক্ষ বলেন, “বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীই মেধাবী। কিন্তু সঠিক মনিটরিং না থাকার কারণে তাদের মেধা বিকশিত হয় না। পরিচর্যা ও জবাবদিহিতার আওতায় আনতে পারলেই তারা দেশ বদলে দিতে পারবে।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট