নিউজ_ মোঃ সিয়াম হোসেন (প্রীতম)
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন প্রশাসক মোঃ শাহ আলম। তিনি জানিয়েছেন, সপ্তাহে দুই দিন নিয়মিতভাবে এ অভিযান চলবে এবং তা অব্যাহত থাকবে।
প্রথম ধাপে মূল সড়ক ও ব্যস্ত এলাকায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, পরে ধাপে ধাপে অন্যান্য এলাকাও অন্তর্ভুক্ত হবে। নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো ও নগরবাসীর স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে কুমিল্লা হবে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগরী।