নাচোলে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাচোল পৌর ছাত্রদলের আয়োজনে নাচোল উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
নাচোল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, প্রচার সম্পাদক আজিজুর রহমান এবং যুগ্ম সম্পাদক টিপু সুলতান। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্রনেতা শহিদুল ইসলাম, শামীম, অনিকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রদল নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং